Storm Jay - Jibanu 1.0 lyrics

Published

0 96 0

Storm Jay - Jibanu 1.0 lyrics

অদৃশ্য জীবানু করেছে গ্রাস আবদ্ধ করেছে জন জীবন চারিপাশে শুধু নিরবতার ত্রাস থমকে গেছে সব আয়োজন ক্ষুদার তাড়নায় ফেরারি হয়ে পুষিয়েছে কত ঝাঞ্জট মুক্তি দাও মুক্তি দাও হে প্রভু ক্ষমা কর এই আমাদের মুক্তি দাও মুক্তি দাও হে প্রভু ক্ষমা কর আমাদের নিপিড়ীত সমাজের ব্যর্থতার আস্বাধন অস্ফুটস্বরের কান্নার ধ্বনি শহীদ হচ্ছে কত বলিস্ট প্রান অরাজকতার এই দেশে মুক্তি দাও মুক্তি দাও হে প্রভু ক্ষমা কর এই আমাদের মুক্তি দাও মুক্তি দাও হে প্রভু ক্ষমা কর আমাদের মুক্তি দাও মুক্তি দাও হে প্রভু ক্ষমা কর এই আমাদের মুক্তি দাও মুক্তি দাও হে প্রভু ক্ষমা কর আমাদের