James (BD) - Guitar Kadte Jane lyrics

Published

0 1166 0

James (BD) - Guitar Kadte Jane lyrics

ছয়টি তারে লুকিয়ে আছে ছয় রকমের কষ্ট আমার পুড়িয়ে যাওয়া তুষের মত, নির্ঘুম রাত জেগে জেগে গীটার কাদতে জানে।। অভিমানী একটি তারে নীল চোখের মত চিরদুখী একটি তারের বুকটা জমাট ক্ষত পুড়িয়ে যাওয়া তুষের মত, নির্ঘুম রাত জেগে জেগে গীটার কাদতে জানে একা নামের একটি তারে সুখের একটু পাশে পরবাশী তারটি বড় বিষাদ ভালবাসে পুড়িয়ে যাওয়া তুষের মত, নির্ঘুম রাত জেগে জেগে গীটার কাদতে জানে।। ছয়টি তারে লুকিয়ে আছে ছয় রকমের কষ্ট আমার পুড়িয়ে যাওয়া তুষের মত, নির্ঘুম রাত জেগে জেগে গীটার কাদতে জানে।।