Nemesis (BD) - Obocheton lyrics

Published

0 271 0

Nemesis (BD) - Obocheton lyrics

বিনিদ্র প্রহর আমি হতাশায় যাচ্ছি একা কোন অজানায় পেছনে ফেলে সব স্মৃতিগুলো আমি অজানায় ভাবনাগুলো আজ মায়াময় কল্পনাতেই যেন থমকে রয় চেতনা মোর বিষণ্ণতায় একাকী যেন কষ্ট পায় আঁধারে যেন অশরীরি হাত বাড়িয়ে ডাকে আমায় ছুটেছি আজ আমি অজানায় কল্পনাটা যেন থমকে রয় ছুটেছি..... কল্পনা আর বাস্তবতা মিলে মিশে একাকার অনুভূতি প্রতিনিয়ত নতুন কোন আবিষ্কার সময় যেন বিষণ্ণতায় অস্থির আজ তার গতি সুখ দুঃখ একই সাথে মিশ্র এক অনুভূতি তবুও আঁধার রাখে ঘিরে এই আমায় ছুটেছি আমি পথের শেষ কোথায় চারিদিক শব্দহীন অনন্ত অসীম উজ্জ্বল আঁধারের মাঝে কায়াহীন কল্পনা আর বাস্তবতা মিলে মিশে একাকার অনুভূতি প্রতিনিয়ত নতুন কোন আবিষ্কার সময় যেন বিষণ্ণতায় অস্থির আজ তার গতি সুখ দুঃখ একই সাথে মিশ্র এক অনুভূতি....