সে সুখমনি, সে কবিতা জানে, সে গুপচি গলির রেখা
সে সুখমনি, সে কবিতা জানে, সে গুপচি গলির রেখা
সে সুখমনি সে রাতের নামতা
সে সুখমনি সে রাতের নামতা
সে মাকড়সার মতো একা।
সে মাকড়সার মতো একা।
তাই পৃথিবী তাকে পৃথিবী দেখাতে,
ভালোবেসে এক চড়ুইয়ের ঠোঁটে নিল
অখাদ্য ভেবে চড়ুই তখন তাকে ভূমেই ছেড়ে দিল।
সে সুখমনি...
সে সুখমনি, সে রেকর্ড করা ট্রাফিকের হুইসেল
সে সুখমনি, সে বিরক্তিভরা মধ্যরাতের ট্রেনের তীব্র সাইরেন:
সেই সুখমণি সে অবুঝ কামনা
সে সুখমণি সে ভুলের খেলনা
সে স্বপ্নে ডানা কাটা পরী হয়ে উড়ে
তাকে পৃথিবী দেখাবে বলে গোপনে ফেলে ছুড়ে
সে ছোট্ট সুখের টুকরো সুখমণি নামটি আর পেলোনা