রূপকথার গল্পেরা খেলছে তোমার চোখে তুমি আড়াল রাখছো কেন মন? পথ ভুলো মেঘেরা কি যেন কি ভেবে? থেমে গেছে দেখো অকারণ... যায়না ফেরানো নিজেকে মন বলে থেকে যাও না আরও তোমারও কি বলো হচ্ছে এমন? চোখের ভাষায় অভিমান হাজারও অভিমান হাজারও... মনে পড়ে যায়, মন রেখেছি কোথায় কে তুমি এলে কল্পনায়? কিছু উদাসী স্বপন নীলিমায় কেন আজ আমায় ছুঁয়ে যায়? যায়না ফেরানো নিজেকে মন বলে থেকে যাও না আরও তোমারও কি বলো হচ্ছে এমন? চোখের ভাষায় অভিমান হাজারও অভিমান হাজারও... তোমাকে আজ প্রয়োজন ভীষণ ভেতর বাহির জুড়ে সত্য এটাই হারিয়ে ফেলেছি আমাকেই আমি মন যা চায়, তুমি ঠিক তাই যায়না ফেরানো নিজেকে মন বলে থেকে যাও না আরও তোমারও কি বলো হচ্ছে এমন? চোখের ভাষায় অভিমান হাজারও অভিমান হাজারও... রূপকথার গল্পেরা খেলছে তোমার চোখে তুমি আড়াল রাখছো কেন মন? পথ ভুলো মেঘেরা কি যেন কি ভেবে? থেমে গেছে দেখ অকারণ যায়না ফেরানো নিজেকে মন বলে থেকে যাও না আরও তোমারও কি বলো হচ্ছে এমন? চোখের ভাষায় অভিমান হাজারও অভিমান হাজারও... যায়না ফেরানো নিজেকে মন বলে থেকে যাও না আরও তোমারও কি বলো হচ্ছে এমন? চোখের ভাষায় অভিমান হাজারও অভিমান হাজারও...