শক্ত মুঠো করে রেখেছ পিছে হাটার হাল ধরে বসেছ কত স্বপ্ন কত প্রশ্ন অন্ধ মায়ায় তার সবি চেয়েছ তবে আমায় কি দিবে জলে ডুবা স্বপ্ন দাও ভাসিয়ে মায়া চোখের এককোনে লুকিয়ে শক্ত মুঠো করে রেখেছ পিছে হাটার হাল ধরে বসেছ আর কতবার শুনব প্রচার হবে বিচার আর কতবার তবে আমায় কি দিবে জলে ডুবা স্বপ্ন দাও ভাসিয়ে আশা আমার নিঃশ্বাসে হারিয়ে ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে মেঘদের দাও তাড়িয়ে তোমার যাত্রা আমার পথে হারিয়ে মুখোশ দিয়ে ঢাকা আড়ালে লুকিয়ে থাকা এক পথ এগিয়ে শত পিছিয়ে ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে মেঘদের দাও তাড়িয়ে তোমার যাত্রা আমার পথে হারিয়ে(২)