নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ বাতাসে-এ, নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ বাতাসে-এ, নিশি রাত। ভাংগা ঘরে দুদিনেরই খেলা ঘর, হোক ভাংগা, তবু এলো জোসনা, ভাংগা ঘরে দুদিনেরই খেলা ঘর, হোক ভাংগা, তবু এলো জোসনা, ফুলে ফুলে ছেয়েগেলো বালুচর, স্বপ্ন বাসর গড়িয়ে কাছে তার। এ জীবনে যতটুকো চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-ই, নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে,
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ, বাতাসে-এ, নিশি রাত। জীবনেরও পথে পথে চলিতে, যতো আশা দিয়ে ছিলো পুড়ায়ে, জীবনেরও পথে পথে চলিতে, যতো আশা দিয়ে ছিলো পুড়ায়ে, ব্রজমতির হার যেনো ভুলিতে, ভিখারীনি পেলো আজ পুড়ায়ে। এ জীবনে যতটুকো চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-ই, নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে-এ, বাতাসে-এ, নিশি রাত - বাঁকা চাঁদ আকাশে।